সার্বিয়ার সংসদ ভবনে লকডাউনবিরোধীদের তাণ্ডব

দেশনিউজ ডেস্ক।

করোনাভাইরাসের প্রকোপ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় পুনরায় লকডাউন জারির প্রতিবাদে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিবিসি।

করোনা মহামারী শুরু হওয়ার পর মঙ্গলবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ১৩ জনের প্রাণহানি ঘটে। প্রাণহানি ও সংক্রমণ বৃদ্ধির ঘটনাকে বিপজ্জনক উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভুসিক ফের কঠোর লকডাউন আরোপের ঘোষণা দেন, যা দেশটির হাজার হাজার মানুষ মেনে নিতে পারেননি। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তারা।

লকডাউনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ ক্রমান্বয়ে সহিংস হয়ে ওঠে। পরে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীদের অনেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়ে সেøাগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের একাংশ পার্লামেন্ট ভবনে ঢুকে পড়তে সক্ষম হলেও দাঙ্গা পুলিশের ১৫ মিনিটের ঝটিকা অভিযানে সংসদ ভবন খালি হয়ে যায়। মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, বেলগ্রেডে সার্বিয়ার পার্লামেন্ট ভবনের সামনে দেশটির হাজার হাজার মানুষ লকডাউনের বিরোধিতায় বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, বোতল ও ডিম ছুড়ে মারেন। কিছু কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলোর সদস্যদের সঙ্গে।

বেলগ্রেডে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশের একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

সার্বিয়ার পুলিশের পরিচালক ভøাদিমির রেবিক বলেন, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে ঠিক কতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই জানাননি তিনি।

ডিএন/আইএন/জেএএ/১১:০০এএম/০৯০৭২০২০১০

Print Friendly, PDF & Email