উইঘুরে মুসলিম নির্যাতন: ৪ চীনা রাজনীতিবিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

দেশনিউজ ডেস্ক।

চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য জেন কাঙ্গারসহ শীর্ষস্থানীয় চার নেতার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারির ওপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র।

এর আগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লড়াই জারি থাকলেও করোনাভাইরাসের উৎপত্তির পর চীনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে বিশ্ব ক্ষমতাধর যুক্তরাষ্ট্র।

চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য জেন কাঙ্গারের ওপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ওপর বিধিনিষেধ আরোপ করল যুক্তরাষ্ট্র। জেন কাঙ্গার এর আগে তিব্বতেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বেইজিংয়ের সংখ্যালঘুবিরোধী নীতির ক্রীড়নক হিসেবে তাঁর নাম পশ্চিমা সংবাদমাধ্যমে উচ্চারিত হয়।

জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের গণহারে বন্দি করাসহ ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ রয়েছে চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে। চীন অবশ্য বরাবরই উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।

নিষেধাজ্ঞার ফলে তাঁরা যুক্তরাষ্ট্রে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া জিনজিয়াং জননিরাপত্তা ব্যুরোকে প্রতিষ্ঠান হিসেবে এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা মূলত প্রতীকী অর্থে কূটনৈতিক মহলে ব্যাপক গুরুত্ব বহন করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, জিনজিয়াংয়ে ভয়াবহ প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করছে তাঁর দেশ।

ডিএন/আইএন/জেএএ/১২:৩০এএম/১০৭২০২০৪

Print Friendly, PDF & Email