যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডগলাস’

দেশনিউজ ডেস্ক।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপুঞ্জের দিকে ধেয়ে আসছে সাম্প্রতিক সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। প্রবল শক্তিশালী এ ঝড়টি ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) বেগে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে হাওয়াইয়ের দিকে ধাবমান হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, মধ্য প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ডগলাস গত বৃহস্পতিবার রাতে ক্যাটাগরি ৪ এ রূপ নেয়। তবে গতকাল শুক্রবার তা ক্যাটাগরি-৩ এ পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্থানীয় সময় রাতে শনিবার রাতে বা রোববার সকালে হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। এ সময় ওই এলাকায় প্রচণ্ড গতিবেগে ঝড়ো হাওয়া, ভয়ংকর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

যে সকল ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও চেয়ে বেশি থাকে সেসব ঝড়কে ক্যাটাগরি-৩ হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা আশা করছেন, উপকূলে আঘাত হানতে হানতে ডগলাস তার শক্তি হারিয়ে ৭৪ থেকে ৯৫ মাইল বেগে বা ক্যাটেগরি-১ রূপান্তরিত হবে।

ডিএন/সিএন/জেএএ/৩:৪০পিএম/২৫৭২০২০১৪

Print Friendly, PDF & Email