করোনায় মারা গেলেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী

দেশনিউজ ডেস্ক।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদা। রোববার (২৬ জুলাই) চিহুয়াহুয়ার গভর্নর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. জেসাস। তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে চিনহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল লিখেছেন— এই মুহূর্তে কেমন অনুভূত হচ্ছে সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। দুঃখে ডুবে যাচ্ছি।

শনিবার পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৫ হাজার জন। মারা গেছে ৪৩ হাজার ৫০০ জন। যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

ডিএন/আইএন/জেএএ/৯:৫১এএম/২৭৭২০২০৫

Print Friendly, PDF & Email