ভারতে টকশো থেকে বের হয়ে কংগ্রেস মুখপাত্রের মৃত্যু, থানায় অভিযোগ দায়ের

দেশনিউজ ডেস্ক।

লখনৌতে টেলিভিশনের একটি টক শোতে অংশ নেয়ার পরপরই মারাত্মক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগীর। তাঁর মৃত্যুর পরে লখনৌ এর হজরতগঞ্জ থানায় উত্তরপ্রদেশ কংগ্রেস এর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে টক্সিক ডিবেট এর ঝাঁঝ এবং অযথা আক্রমণই কংগ্রেস বিধায়কের মনে এতটাই চাপ ফেলে যে তিনি হৃদরোগের শিকার হন।

এফ আই আর এ বিজেপি’র মুখপাত্র সম্বিত পাত্রকে অভিযুক্ত করে বলা হয়েছে, সম্বিত পাত্র কংগ্রেস মুখপাত্রকে ফেক হিন্দু বলে বর্ণনা করে বেল্টের নিচে আক্রমণ করছিলেন। টিভির সঞ্চালক সম্বিত পাত্রকে থামানো দূরের  কথা তাকে উৎসাহিত করেছেন আরও আক্রমণ করতে।

শো তে বিজেপি’র মুখপাত্র, আর এস এসের প্রতিনিধি এবং সঞ্চালকের ত্রিমুখী আক্রমণ রাজীব ত্যাগীর ওপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করে এবং শো’র পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান।

হজরতগঞ্জ থানা এফ আই আর গ্রহণ করে জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করবে।

অন্যদিকে কেন্দ্রীয় কংগ্রেসের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে একটি লিখিত আবেদনে এই ধরনের টিভি মে ঠোক দো অনুষ্ঠান বন্ধ করার আর্জি জানানো হয়েছে।

ডিএন/সিএন/জেএএ/১০:২২এএম/১৪৮২০২০৪

Print Friendly, PDF & Email