করোনা আক্রান্ত ভোলার জজকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। পরে তাঁকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার রাত ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় অনা হয়েছে।

জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হকের ব্যক্তিগত গাড়িচালক আলাউদ্দিন রাতে এনটিভি অনলাইনকে জানান, বিচারপতি ও বিচারকদের চিকিৎসার জন্য রাজধানীর ইউনিভার্সেল হাসপাতাল ভাড়া করা হয়েছে। সেখানেই তাঁকে ভর্তি করা হয়েছে।

দেশে অধস্তন আদালতের ৮৩ বিচারক ও কর্মচারী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী। আজ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

ডিএন/জেএএ

Print Friendly, PDF & Email