‘করোনার অজুহাতে কোরবানির বিধান শিথিল হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক

‘ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হজরত ইব্রাহিম (আ.) এর মাধ্যমে পবিত্র কোরবানি মুসলিম উম্মাহর ওপর ওয়াজিব করা হয়েছে। কোরবানির পশু জবাইয়ে নিরুৎসাহিত করার ন্যূনতম সুযোগ নেই। করোনার অজুহাতে কোরবানির বিধান কোনো অবস্থাতেই শিথিল হতে পারে না। সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানি আদায় করতে হবে।’

আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবা পূর্ব বয়ানে পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী এসব কথা বলেন।

কিয়ামত পর্যন্ত পশু কোরবানি চলমান থাকবে উল্লেখ করে পেশ ইমাম আরো বলেন, ‘আল্লাহপাক মুসলিম উম্মাহর জন্য কোরবানিকে ওয়াজিব করেছেন। করোনার অজুহাতে কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রবেশ পথে সকাল থেকেই জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজে অংশ নেন বহু সংখ্যক মুসল্লি। রাজধানীর অন্যান্য মসজিদেও মুসল্লির সংখ্যা বেড়েছে।

ডিএন/সিএন/জেএএ/১০:১৮পিএম/১৭৭২০২০২৪

Print Friendly, PDF & Email