তুরস্কে হাইয়া সোফিয়ায় আজ প্রথম নামাজ আদায় হবে

দেশনিউজ ডেস্ক।

তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক হাগিয়া সোফিয়ায় আজই প্রথম জুমা’র নামাজ আদায় হবে। বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী জাদুঘরকে মসজিদ ঘোষণা দেয়ার পর প্রথমবারের মতো আজ তা খুলে দেয়া হচ্ছে মুসলিমদের জন্য। ফলে স্থানীয় মুসলিমদের মধ্যে অন্য রকম এক স্বস্তি কাজ করছে।

ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়েরলিকায়া বৃহস্পতিবার বলেছেন, মুসলিমরা আনন্দে উদ্বেলিত। সবাই অপেক্ষা করছেন কখন এই মসজিদ খুলে দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
১৫০০ বছর বয়সী এই হাগিয়া সোফিয়া ভবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্থাপনা হিসেবে ঘোষণা করা হয়েছিল। ১৯৩৪ সালে এই ভবনটিকে বানানো হয়েছিল জাদুঘর।

ডিএন/আরএন/জেএএ/১১:২৮এএম/২৪৭২০২০১২

Print Friendly, PDF & Email