করোনা নিয়ে প্রতিদিন ৭টি মিথ্যা বলছেন ট্রাম্প!


দেশনিউজ ডেস্ক।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাকালীন সময়ে ভাইরাস, মহামারী, অর্থনীতি, করোনার পরীক্ষা, সেনাবাহিনী, চায়নার সাথে সম্পর্ক নিয়ে সহ আরও বিভিন্ন বিষয়ে চার সপ্তাহে অর্থাৎ ৮ জুন থেকে জুলাই মাসের ৫ তারিখ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০০ মিথ্যা দাবি করেছেন। এই সময়ে গড়ে প্রতিদিন ৭ টি মিথ্যা বলেছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওকলাহোমার বিতর্কিত সমাবেশে, ফক্সনিউজসহ অন্যান্য গণমাধ্যমের সাথে ধারাবাহিক সাক্ষাৎকার, টেক্সাস, আরিজোনা, উইসকনসিনে করোনা ও মহামারী নিয়ে এসব মিথ্যা বলেছেন। করোনাকালীন সময়ে দেশের অর্থনীতি নিয়েও তিনি মিথ্যা বলেছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুধু করোনা ভাইরাস ও মহামারী নিয়ে ৪১টি মিথ্যা দাবি করেছেন। যা যেকোনো বিষয়ের চেয়ে সর্বাধিক। আর ২০১৯ সালের ৪ জুলাই থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্ব মোট ২ হাজার ৭৮৩টি মিথ্যা দাবি করেছেন ট্রাম্প।
ডিএন/আইন/জেএএ/১১:৪১এএম/১৯৭২০২০৯

Print Friendly, PDF & Email