করোনায় মৃত্যু, ইতালিকে টপকে ভারত পঞ্চম স্থানে

দেশনিউজ ডেস্।

করোনা সংক্রমণের ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারতের স্থান। আর এবার মৃত্যুর হিসেবে বৃহস্পতিবার রাতে ইতালিকে টপকে ভারত পৌঁছে গেল পঞ্চম স্থানে।

বৃহস্পতিবার করোনায় ভারতে মৃত্যু হয়েছে সাতশো ছিয়াশি জনের। দেশের মধ্যে একদিনে মৃত্যুসংখ্যায় এটি সর্বোচ্চ। কিন্তু তার থেকেও বড় কথা বৃহস্পতিবারই ভারতে করোনায় মৃতের সংখ্যা পৌছালো পঁয়ত্রিশ হাজার সাতশো আটচল্লিশে। ইতালিতে মৃতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার একশো বত্রিশ। ভারতে পহেলা জুলাইতেই মৃত্যু হয়েছে আঠারো হাজার তিনশো ছাপ্পান্ন জনের। দেড় লক্ষ মৃত্যু নিয়ে আমেরিকা এখন বিশ্বে প্রথম।

নব্বই হাজারে ব্রাজিল দ্বিতীয়। ইংল্যান্ড তৃতীয় পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই স্কোর নিয়ে। চতুর্থ স্থানে আছে মেক্সিকো। তাদের মৃতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার তিনশো একষট্টি। বৃহস্পতিবার চুয়ান্ন হাজার দুশো এগারোজন সংক্রমিতকে নিয়ে ভারতের কেসলোড ছাড়িয়ে গেল ষোলো লক্ষ।

ডিএন/সিএন/জেএএ/৯:৫৮এএম/৩১৭২০২০৭

Print Friendly, PDF & Email