যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

দেশনিউজ ডেস্ক।

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। অতি ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টার হিসেবে সবশেষ একদিনে সর্বাধিক মৃত্যু দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। বেড়েছে আক্রান্ত বেড়ে অর্ধকোটি ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬ টা) যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।

চব্বিশ ঘণ্টার হিসেবে দৈনিক মৃত্যুর এই সংখ্যাটি তিন মাসের মধ্যে সর্বাধিক। যুক্তরাষ্ট্র সবশেষ দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল গত ৮ মে।  নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের সর্বাধিক।

এদিকে, চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও প্রায় ৬০ হাজার মানুষের শরীরে। তাতে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, দেশটিতে মোট আক্রান্ত ৫০ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর মতো আক্রান্তেও বহু আগে থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে মোট আক্রান্ত ২৯ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার মানুষের।

উপমহাদেশের বৃহত্তম দেশ ভারত আক্রান্তে তৃতীয়স্থানে আছে, ২০ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুতে পঞ্চমস্থানে আছে দেশটি, ৪১ হাজার।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯২ লাখ, মৃত্যু ৭ লাখ ১৭ হাজার। সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ। বর্তমানে বিশ্বে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৬১ লাখ ৮২ হাজার।

ডিএন/আইএন/জেএএ/১০:২৮এএম/৭৮২০২০৪

Print Friendly, PDF & Email