বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়লেন লেবাননের প্রধানমন্ত্রী

দেশনিউজ ডেস্ক।

রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর বিরোধী দলের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

সোমবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন।

ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ৪ আগস্টের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ ১১০ জন। এতে আহত হয়েছেন আরও ৬ হাজারের বেশি মানুষ।

সূত্র: আল জাজিরা

ডিএন/আইএন/জেএএ/১১:১০পিএম/১০৮২০২০৩১

Print Friendly, PDF & Email