করোনায় মৃত্যুর তালিকায় বিশ্বে চতুর্থ স্থানে ভারত

দেশনিউজ ডেস্ক।

করোনার জেরে মৃত্যুতে ভারত বুধবার বিশ্বের চতুর্থ দেশ হল। ভারতের আগে শুধু আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকো।

বুধবার ভারতে ন’শো চৌত্রিশটি মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারত ব্রিটেনকে টপকে যায়। মৃত্যর নিরিখে আমেরিকা এক লক্ষ আটষট্টি হাজার দু’শো উনিশ সংখ্যা নিয়ে সবার ওপরে। ব্রাজিল দ্বিতীয় এক লক্ষ তিনহাজার ছশো নিরানব্বই জনের মৃত্যু নিয়ে। তৃতীয় স্থানে মেক্সিকো। সেখানে মৃত আটান্ন হাজার ন’শো ঊনত্রিশ জন। ভারত আছে চতুর্থ স্থানে সাতচল্লিশ হাজার ছশো পঁয়ষট্টি মৃত্যু নিয়ে।

ভারতের পরই ব্রিটেন, মৃত ছেচল্লিশ হাজার সাতশো ছয় জন। প্রতি দশ লক্ষে মৃতের হারে ভারত একটু স্বস্তি বোধ করতে পারে। আমেরিকায় প্রতি দশ লক্ষে মৃত পাঁচশো আট, ব্রাজিলে চারশো পঁচাশি, মেক্সিকোয় চারশো আঠারো, ব্রিটেনে ছশো অষ্টআশি। ভারতে সেখানে মাত্র চৌত্রিশ। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা চৌষট্টি হাজার ছশো দশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, সুস্থতার হার সত্তর শতাংশ।

ডিএন/সিএন/জেএএ/১০:২৭এএম/১৩৮২০২০২

Print Friendly, PDF & Email