ভারতে মাত্র দু’দিনেই দেড় লাখের বেশি শনাক্ত

দেশনিউজ ডেস্ক।

করোনাভাইরাসের (কভিড-১৯) সবচেয়ে মারাত্মক হটস্পটে পরিণত হয়েছে ভারত। দেশটি দৈনিক সর্বোচ্চ সংক্রমণে বৃহস্পতিবার বিশ্বে রেকর্ড গড়েছিল। সংক্রমণের এই ধারা শুক্রবারও অনেকটা অব্যাহত ছিল।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত দুদিনে ভারতে ১ লাখ ৫৪ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার ৭৭ হাজার ৮২৬ জন শনাক্ত হয় যা দৈনিক সর্বোচ্চ সংক্রমণে বিশ্বে রেকর্ড। শুক্রবার শনাক্ত হয়েছে আরও ৭৬ হাজার ৬৬৫ জন। এদিন মারা গেছেন ১ হাজার ১৯ জন।

ভারতে মোট করোনা সংক্রমণ ৩৪ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৬২ হাজার ৭১৩ জন।

করোনার মোট সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। মৃতের হিসাবে মেক্সিকোকে টপকে কিছুক্ষণের জন্য তৃতীয় স্থানে উঠে আসলেও ফের চারে নেমে যায় দেশটি। তবে দৈনিক মৃত্যুর বর্তমান সংখ্যা অব্যাহত থাকলে আজই দেশটি মেক্সিকোকে ছাড়িয়ে ফের তিনে উঠে আসবে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৪৯ লাখ ৯ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ কোটি ৭৩ লাখ।

ডিএন/সিএন/জেএএ/১০:১৩এএম/২৯৮২০২০৩

 

 

Print Friendly, PDF & Email