ভারতে নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ৮০ হাজার

দেশনিউজ ডেস্ক।

কোনও দেশে যা হয়নি ভারতে তাই হলো রোববার। একদিনে ৮০ হাজার ৯২ জন আক্রান্ত হলেন করোনায়। এদিন মৃতের সংখ্যা নশো সত্তর জন। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ছত্রিশ লক্ষ ষোলো হাজার সাতশ ত্রিশ জন। মোট মৃত চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ জন।

বিগত সপ্তাহে মনে করা হয়েছিল, ভারতে করোনার প্রকোপ সামান্য কমছে। আক্রান্তের হার ছিল ৪ দশমিক ৭ এবং মৃত্যুর হার ছিল ১ দশমিক ৭ শতাংশ। একসপ্তাহে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ ও মৃত্যুর হার ৪ দশমিক ৭ শতাংশ।


করোনা অতিমারি ছড়িয়ে যাওয়ার পর ভারতে একদিনে প্রথম পাঁচহাজার আক্রান্ত হয় সতের মে তারিখে। একদিনে দশ হাজার হয় ছয় জুন। এরপর দশ হাজার করে একদিনে আক্রান্ত বাড়তে থাকে সাতাশ জুন, চৌদ্দ জুলাই, উনিশ জুলাই, ছাব্বিশ জুলাই, ছয় আগস্ট ও উনিশ আগস্টে। ত্রিশ আগস্টে পৌঁছে সংখ্যাটি আশি হাজার ছাড়িয়ে গেল। এরমধ্যে শুরু হচ্ছে আনলক – ফোর। সংক্রমণ কতটা বাড়বে তাই নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।

ডিএন/সিএন/জেএএ/১০:১০এএম/৩১৮২০২০৩

Print Friendly, PDF & Email