মেজর সিনহা হত্যা : টেকনাফ থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক।

পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বিষয়টি জানান।

এদিকে বুধবার সকালে ওসি প্রদীপসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরপরই এই খবর জানা গেল।

পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘টেকনাফ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। থানার দ্বিতীয় কর্মকর্তা‌ এ‌বিএম দোহাকে দা‌য়িত্ব দেওয়া হয়েছে।’

এরপর টেকনাফ থানার ওসির সরকারি নম্বরে ওই গণমাধ্যমের পক্ষ থেকে ফোন দেওয়া হলে তা ধরেন পরিদর্শক দোহা। তার কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু না জানালেও বলেন, মঙ্গলবার থেকে তিনি থানার দায়িত্ব পালন করছেন।

ডিএন/পিএন/জেএএ/১০:৪৪পিএম/৫৮২০২০৩১

Print Friendly, PDF & Email