টঙ্গী প্রেসক্লাবে আজ ব্যাতিক্রমী ইফতার

নিজস্ব প্রতিনিধি, টঙ্গীঃ ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে আজ ব্যাতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কমিটির উদ্যোগে ইফতার মাহফিলকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। পরষ্পরবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এক টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছে নতুন কমিটি। তবে এ উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হয় তা দেখার জন্য কৌতুহলী দৃষ্টি নিয়ে অপেক্ষা করছেন অনেকে। এর আগে একাধিক ইফতার মাহফিল করে আলাদাভাবে স্থানীয় নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতো।

টঙ্গী প্রেসক্লাব সূত্র জানিয়ে, আজ প্রেসক্লাবের ইতিহাসে বড় আয়োজনে ইফতার অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি গাসিক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের এমপি শামসুন্নাহার ভূইয়া, সাবেক এমপি ও বিএনপির মহানগর সভাপতি হাসান উদ্দিন সরকার, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, সাবেক পৌর মেয়র ও আ’লীগের মহানগর সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা প্রশাসক ডঃ দেওয়ান মোঃ হুমায়ুন কবি, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন সরকার, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান । অবশ্য সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের ইফতারের আমন্ত্রণপত্রে কোন সাংবাদিক বা গণমাধ্যম জগতের কোন অতিথির নাম দেখা যায়নি। অনেকে অনুষ্ঠানটিকে অতিমাত্রায় রাজনীতিকিকরণের কথা বলছেন। তার পরও সদস্যরা চান ইফতার অনুষ্ঠানটি সফল হোক, প্রেসক্লাবটি যে ভাবমূর্তির সংকটে পড়েছে তা কাটিয়ে ঐতিহ্য ও গৌরবের নতুন যাত্রা শুরু করুক।

Print Friendly, PDF & Email